মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫,
২৮ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
বিনোদন
হাসপাতাল ছাড়লেন ফরিদা পারভীন
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 15 February, 2025, 12:36 PM  (ভিজিট : 181)
লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন দেশের প্রখ্যাত লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। হাসপাতালে ১৩ দিন চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেছেন তিনি।

পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ফরিদা পারভীন। রাতে সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা। ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি জটিলতা দেখা দেয় তার। কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় সব পরীক্ষা–নিরীক্ষা শেষে ফরিদাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার সিদ্ধান্ত নেন।
 
এরপর সংগীতশিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। এখন সুস্থ ফরিদা। তবে চিকিৎসকের দেয়া পরামর্শ কঠোরভাবে মেনে চলতে হবে তাকে।
 
এ প্রসঙ্গে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন এখন সম্পূর্ণ সুস্থ। তবে এর ছন্দপতন হতে পারে। কারণ চিকিৎসার সময় তার শারীরিক অবস্থা এতোটাই খারাপের দিকে যাচ্ছিলো যে কিডনি জটিলতা দেখা দিতে শুরু করে।
 
আশীষ কুমার চক্রবর্তী আরও বলেন, এ কারণে রোগীর ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সেটার দরকার হয়নি। রোগীর সুস্বাস্থ্য নিশ্চিতে তাই একটি গাইডলাইন দেয়া হয়েছে। সেটা তাকে কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় জটিলতা তৈরি হতে পারে।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল রয়েছে তার।
 
 এএস//


   বিষয়:  প্রখ্যাত   লালনসংগীত   বরেণ্য শিল্পী ফরিদা পারভীন   সুস্থ্য  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছেঃ দুদক চেয়ারম্যান
ইবিতে এন্টি র‍্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক সভা
পরিচয় মিলেছে মেডিকেল পার্কিংয়ের প্রাইভেট কারে পাওয়া দুই মরদেহের
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
সংস্কার, বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে নির্বাচনের ঘোষণাকে ‘ষড়যন্ত্র’ বললেন নাসির উদ্দিন পাটোয়ারী
স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন
বিনোদন- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝