শনিবার, ১৫ নভেম্বর ২০২৫,
১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
জাতীয়
ধানমন্ডি ৩২-এ 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় দুইজনকে গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 6 February, 2025, 7:36 PM  (ভিজিট : 208)
ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুজনকে পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুজনকে পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুজনকে পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধ্বংসস্তূপ দেখতে এসে পিটুনির শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি শেখ মুজিবুরের বাড়ি ভাঙায় বাধা দেন। এতেই সেখানে থাকা ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে তাকে পিটুনি দেন। এক পর্যায়ে মারতে মারতে তাকে ধানমন্ডি-৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়।

আবার কেউ কেউ বলছেন, ওই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন। আবার কেউ বলছিলেন, ওই ব্যক্তি ভিডিও করার সময় মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তখন ছাত্র-জনতা আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে পিটুনি শুরু করেন।

এ ঘটনার পাঁচ মিনিট পরই ধানমন্ডি-৩২ এ আরেক নারী পিটুনির শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় পিটুনি। তাকেও মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়।
 
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ এ শেখ পরিবারের বাড়িটির অর্ধেক ভেঙে গুঁড়িয়ে দেয়ার পর বৃহস্পতিবার সকালেও বাকি অর্ধেক ভাঙার কাজ চলছিলো। একটি এক্সকাভেটর দিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাড়িটি ভাঙা হয়। পরে এক্সকাভেটরটি নিয়ে যাওয়া হয়।

এছাড়া ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া। অন্যদিকে সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমায়। উৎসুক জনতা ও ভাঙারি দোকানের লোকজনকে ধ্বংসস্তূপ থেকে বই, লোহাসহ বিভিন্ন জিনিস নিয়ে যেতে দেখা যায়। তবে বাড়িটির আশপাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখা যায়নি। যদিও ধানমন্ডি ৩২ এর অদূরে মেট্রো শপিংমলের সামনে পুলিশের কিছু সদস্যকে বসে থাকতে দেখা যায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেন। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করেন ছাত্র-জনতা, যা এখন পর্যন্ত চলমান আছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়ি অভিমুখে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বরের এ বাড়িতেই থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।


আ.দৈ/এআর 

   বিষয়:  ধানমন্ডি   জয় বাংলা   গণপিটুনি   গণঅভ্যুত্থান   স্বৈরশাসক   শেখ হাসিনা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
গাংনীতে উপজেলা বিএনপির মিছিলের নগরী
মিডিয়ায় হেফাজতে থাকা আসামির বক্তব্য, তলব রাজশাহী পুলিশ কমিশনারকে
গৌরনদীতে চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম সহ আটক ৩
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝