ভুয়া খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ বলছে পরিস্থিতি এখন স্বাভাবিক।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনুমানিক বিকেল ৪টার দিকে একটি ভুয়া খবরের পরিপ্রেক্ষিতে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে শিক্ষকরাসহ পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি।
প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুই কলেজের শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছিলেন। সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজ খবর ছড়িয়ে পড়ে, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীকে আটক করে রেখেছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ভুল খবরের পরিপ্রেক্ষিতে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের সামনে গিয়ে কলেজকে লক্ষ্য করে কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই সময়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে সড়কে থাকা লোকজনের সঙ্গে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না পুলিশ এখন পর্যন্ত জানতে পারেনি।
আ. দৈ/সাম্য