ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে আজ বৃহস্পতিবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আজ ভোরে রাফিয়ার বাসায় গান পাউডার ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।’
এ ঘটনায় বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে ঘটনাটি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্ররাজনীতির উত্তাপ এবং রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ এখনও তদন্ত শুরু করেছে।