শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে উপদেষ্টা পরিষদ কোটা সংক্রান্ত তিনটি সিদ্ধান্ত গ্রহণ করে।
সরকারের গৃহীত তিনটি সিদ্ধান্ত:
স্বাস্থ্য শিক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রম:
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করবে।
সরকারি চাকরিতে কোটা:
জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতির আলোকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশসহ একটি সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ক্ষেত্রে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশ প্রস্তুত করে উপদেষ্টা পরিষদের সামনে উপস্থাপন করবে।
এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে সরকার কোটা সংক্রান্ত নীতিমালা পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে, যা আগামী দিনে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আ. দৈ./ সাধ