রাজধানীসহ সারাদেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযানের ধারাবাহিকতা চলমান রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমে সহায়তার জন্য ৩২ সদস্যের প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্যানেল তল্লাশি কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।
এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, দুদকের গঠিত প্যানেল মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। তারা কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে প্যানেল গঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের বিষয় নির্দেশনা দিয়ে সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। নব গঠিত প্যানেলে ৭ উপপরিচালক, ১৯ সহকারী পরিচালক এবং ৬ জন উপসহকারী পরিচালকের নাম সংযুক্ত করা হয়েছে। এর আগে, ২৫ আগস্ট ৬ সদস্যবিশিষ্ট একটি প্যানেল গঠন করেছিল দুদক।
আ. দৈনিক/ কাশেম