ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহত্তর মিরপুর অঞ্চলের পরিবহন মালিক, চালক এবং সহকারীদের নিয়ে সচেতনতামূলক এক আলোচনা সভা করেছে। সভায় গণপরিবহনে শৃঙ্খলা আনার লক্ষ্যে টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) মিরপুরের ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, "ঢাকার গণপরিবহন দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল অবস্থায় চলছে। এই নৈরাজ্য দূর করে আধুনিকায়নের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা পরিকল্পনা গ্রহণ করবো।"
সাইফুল আলম আরও জানান, শহরে যত্রতত্র পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যানজট সৃষ্টি হয়। টিকিট কাউন্টার ব্যবস্থা চালু হলে নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠানামা করা যাবে, যা যানজট হ্রাস করবে। এছাড়া, সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে কঠোর নিয়ম মানা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সুফিয়ান বলেন, "পরিবহনে শৃঙ্খলা আনতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ধরনের সচেতনতামূলক সভা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
সভায় আরও বক্তব্য দেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর ও মোহাম্মদপুর) রফিকুল ইসলাম এবং সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন।
আ. দৈ./ সাধ