কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল সোমবার পূর্বাচল জলসিঁড়ি আবাসনের এই ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয় বলে সেনাবাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর চকরিয়ার পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির ঘটনায় যৌথবাহিনী অভিযান পরিচালনাকালে লেফটেন্যান্ট নির্জন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
ঘটনার রাতেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলটিকে তাড়ানোর সময় নির্জনকে ছুরিকাঘাত করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আ. দৈ./ সাধ