পদোন্নতি প্রাপ্ত হয়ে ৫ জন মহাব্যবস্থাপক গতকাল রোববার বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক হতে ৪ জন এবং রূপালী ব্যাংক পিএলসি হতে ১ জন উপ-মহাব্যবস্থাপক হতে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন।
পদোন্নতি প্রাপ্ত মহাব্যবস্থাপকদের মধ্যে গোলাম মোঃ আরিফ, মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁন, মোহাম্মদ মঈনুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান ২০০১ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে ঊর্ধতন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
গোলাম মোঃ আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ (ফাইন্যন্স) ও বিআইবিএম হতে এমবিএম, মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমকম (ফিন্যান্স), মোহাম্মদ মঈনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে এমএ এবং মোঃ মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থ বিজ্ঞানে এমএসসি ডিগ্রী অর্জন করেন।
উৎপল কবিরাজ ২০০১ সালে রূপালী ব্যাংক পিএলসি এর ঊর্ধতন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন। পদোন্নতি প্রাপ্ত মহাব্যবস্থাপকগণ দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
র/আ/এমআই