সংগীতশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করেছেন। তাঁর জীবনসঙ্গী যুক্তরাষ্ট্রপ্রবাসী হামিম নিলয়। পড়শী জানিয়েছেন, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে গত বছরের ৪ মার্চ। পড়শী ও নিলয় ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে নিলয় ২০১০ সাল থেকে পরিবারের সঙ্গে নিউইয়র্কে বসবাস করছেন।
পড়শী জানান, নিলয়ের পরিবার গত বছর বাংলাদেশে আসার পর, দুই পরিবারের সম্মতিতে তাদের আকদ্ অনুষ্ঠান হয়। বিয়ের খবর গোপন রাখার ইচ্ছা থাকলেও বিষয়টি জানাজানি হওয়ায় তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা স্বীকার করেছেন।
পড়শী বলেন, "ভেবেছিলাম অনুষ্ঠান করে খবরটি সবাইকে জানাবো। তবে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বিষয়টি আগেই শেয়ার করছি। নিলয়ের সঙ্গে আমার পরিচয় ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায়। প্রেমের সম্পর্ক না থাকলেও পারিবারিক সিদ্ধান্তে আমরা একত্রিত হয়েছি।"
বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি থাকলেও পড়শী জানিয়েছেন, নিলয় শিগগিরই দেশে আসবেন, তখন একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পড়শী বর্তমানে গান ও অভিনয়ে সক্রিয়। বিভিন্ন উৎসবে তাঁকে নাটকে দেখা যায় এবং নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করেন। সম্প্রতি তিনি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন।
আ. দৈ./ সাধ