বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াসিংটন ডিসেতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি আরো জানান, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ ওয়াশিংটন ডিসিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে পরিচিত ছিল। পরে ১৯৭০ সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট।
বিএনপির নীতি নির্ধারণী এই তিন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের এই আমন্ত্রণ বাংলাদেশের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন মেরুকরণ।
আ. দৈ./ কাশেম