শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি
বিআইপি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 11 January, 2025, 5:28 PM  (ভিজিট : 26)

পরিকল্পনাবিদদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের পরিকল্পিত উন্নয়ন সম্ভবঃ বিআইপি’র বার্ষিক সাধারণ সভার পরিকল্পনাবিদদের অভিমত। গতকাল ১০ জানুয়ারি (শুক্রবার), বিকেলে বাংলামোটরে বিআইপি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-র সভাপতি পরিকল্পনাবিদ পরিকল্পনাবিদ ডঃ আদিল মোহাম্মাদ খান স্বাগত বক্তব্যে বলেন,  বিআইপি’র ১৬-তম কার্যনির্বাহী পরিষদ বিগত ০১ জানুয়ারি, ২০২৪ তারিখে ইনস্টিটিউটের দায়িত্বভার গ্রহণ করে। বিগত এক বছরে সেমিনার, ট্রেনিং ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক, প্রেস কনফারেন্স, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে ১৬-তম কার্যনির্বাহী পরিষদ বিআইপি’র কর্মকান্ড অব্যাহত রেখেছে।

 বিআইপি’র মেম্বারদের সক্রিয় অংশগ্রহণ এবং পরামর্শে ১৬-তম কার্যনির্বাহী পরিষদ বিগত বছরে তাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যেতে পেরেছে বলে বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআইপি পরিকল্পনা শিক্ষা ও পেশার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে আসছে, উক্ত চেষ্টাকে আরো সুদৃঢ় এবং প্রসারিত করার লক্ষ্যে বিআইপি’র ১৬তম নির্বাহী পরিষদ ইনস্টিটিউট এর সকল কর্মকান্ডে সদস্যদের সম্পৃক্ততা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা রাখার চেষ্টা করেছে বলে তিনি মন্তব্য করেন। বিআইপি সভাপতি তিনি পরিকল্পনা পেশার স্বার্থকে সমুন্নত রাখতে সকল পরিকল্পনাবিদকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

বিআইপি উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন উপস্থাপিত প্রতিবেদনে স্থানিক পরিকল্পনা কাঠামো বাস্তবায়নের উদ্যোগ, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বিত ডাটা ব্যবস্থাপনা, প্রণীতব্য বিশদ অঞ্চল পরিকল্পনা (২০১৬-২০৩৫) ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ (সংশোধিত) প্রক্রিয়ায় বিআইপির অংশগ্রহণ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক, পরিকল্পনাবিদদের কর্মসংস্থান, বিআইপির সংশোধিত গঠনতন্ত্র প্রকাশ করা এবং বিআইপির সম্পদ এবং সক্ষমতা বৃদ্ধির প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

 রাজনৈতিক অস্থিরতা, নীতিগত পরিবর্তন এবং শাসন ব্যবস্থায় নানা পরিবর্তন পরিলক্ষিত হওয়ার কারণে কাজের গতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবুও দৃঢ় মনোবল এবং সংকল্পের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বোপরি, অগ্রাধিকার ভিত্তিতে বিআইপি বর্তমান কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদানের মাধ্যমে আগামী বছরগুলোতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিআইপি’র কর্মকান্ড আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিআইপি’র ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান ২০২৪ সালে বিআইপি’র বিভিন্ন কার্যাবলী এবং ইনস্টিটিউটের বার্ষিক অগ্রগতি সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন উপস্থাপন করেন। 

তিনি বিগত বছরে ৪ টি কৌশলগত স্তম্ভের আওতায় বিআইপি কর্তৃক সম্পাদিত কার্যাবলী তুলে ধরেন। জাতীয় ও স্থানীয় পরিকল্পনা কাঠামো ও বর্তমান পরিকল্পনা অনুশীলনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে উচ্চমানের পরিকল্পনা অনুশীলন, জাতিসংঘের UN-CBD এর আওতায় প্রণীত "Kunming Montreal Global Biodiversity Framework" এ বাংলাদেশের লক্ষ্য নির্ধারণে বিআইপি প্রণীত “বাংলাদেশের স্থানিক পরিকল্পনা”এর বেশকিছু উপাদান অন্তর্ভুক্তি এবং এরইপেক্ষিতে, সরকার ২৩টি ন্যাশনাল টার্গেট ঠিক করেছে এবং জাতিসংঘে জমা প্রদান, পরিবেশ মন্ত্রণালয়সহ ৫ টি মন্ত্রণালয়ের উদ্যোগেসমগ্র বাংলাদেশের স্থানিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য রোডম্যাপ তৈরি করা, সংবিধান সংস্কার কমিশনের নিকট বিআইপির মতামত প্রদান, বিভিন্ন টুলকিট প্রস্তুতকরণের উদ্যোগ, বাংলাদেশ সিভিল সার্ভিসে প্ল্যানিং ক্যাডার সৃজন সংক্রান্ত প্রস্তাবনা জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে জমাদান, সরকারি প্রতিষ্ঠানসমূহে পরিকল্পনাবিদদের নন-ক্যাডার/প্রথম শ্রেণী পদে অন্তর্ভূক্তিকরণের প্রস্তাবনা জনপ্রশাসন সংস্কার কমিশনের নিকট জমাদান , ইনফরমেশন অভারলোড এবং Urban Planning and Management Framework of India শীর্ষক পাবলিক লেকচার আয়োজন, বিআইপির পূর্ববর্তী সকল জার্নালের ভলিউমের জন্যে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) এর কাজ সম্পন্ন করা, বিআইপি লাইব্রেরি ক্যাটালগ প্রস্তুত এবং ওয়েবসাইটে প্রকাশ করা, বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগী এবং এনজিও সেক্টরে সহযোগিতা মূলক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে পরিকল্পনাবিদদের ক্ষমতায়ন, পরিকল্পনা সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেনিং, সেমিনার আয়োজনের মাধ্যমে সামর্থ্যগত উন্নয়ন ও জ্ঞান ব্যবস্থাপনা, এবং বিআইপি’র প্রাতিষ্ঠানিক উন্নয়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে উল্লেখ করেন। পরিশেষে, তিনি বিআইপি সদস্যদের আন্তরিক অংশগ্রহণ, গঠনমূলক মতামত এবং সুচিন্তিত পরামর্শের মাধ্যমেই এই প্রতিষ্ঠানকে কাঙ্খিত উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনাবিদদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে উপস্থিত পরিকল্পনাবিদ সদস্যদের সামনে বিআইপি’র কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান বিগত ২০২৩-২৪ অর্থবছরে বিআইপি’র আয়-ব্যয়ের পর্যালোচনা পূর্বক পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, বিআইপি’র সাবেক সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম, ১০ম উপদেষ্টা পরিষদ সদস্য পরিকল্পনাবিদ মীর আহমেদ তারিকুল ওমর, সাবেক যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মোঃ রাসেল কবির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম মর্তুজা, সাবেক বোর্ড সদস্য পরিকল্পনাবিদ অধ্যাপক ডঃ মোঃ মহসিন উদ্দিন আহমেদ ও পরিকল্পনাবিদ তোফিকুল আলম, সাবেক প্রধান নগর পরিকল্পনবিদ , চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান, বিআইপি’র সদস্য পরিকল্পনাবিদ মোঃ সাইফুল্লাহ দস্তগির, পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহিদুল্লাহ, পরিকল্পনাবিদ আবু তাহের, পরিকল্পনাবিদ এ কে এম রিয়াজ উদ্দিন, পরিকল্পনাবিদ আনিসুর রহমান তুহিন প্রমুখ এবং অন্যান্য সম্মানিত বিআইপি’র সদস্যবৃন্দ। 
আগামী দিনের বাংলাদেশে বাসযোগ্য নগর ও জনবসতি গড়ে তুলবার লক্ষ্যে পরিকল্পনাবিদদের কাজ করার সুযোগ বাড়াতে হবে এবং এই পেশার মর্যাদা বৃদ্ধি সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে সভায় উপস্থিত পরিকল্পনাবিদগণ মতামত প্রদান করেন।

আ.দৈ./ কাশেম
   বিষয়:  বাংলামোটর   বিআইপি   মিলনায়তন   বার্ষিক   সাধারণ     
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝