বগুড়ায় সাংবাদিদের সাথে মতবিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময়ে সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তথ্য গোপন আমি পছন্দ করি না।
আমার কাছে সব সময় পজিটিভ ভূমিকা পাবেন। সমাজের অসঙ্গতি দূরীকরণে আমাকে জানাবেন, তথ্য দিবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। অবাধ তথ্য প্রবাহে আমি বিশ্বাসী। সব সময় কোনটা করলে ভালো হবে, তা জানাবেন। আমি আপনাদেরই মানুষ। আপনাদের সহযোগিতা আমার কাম্য।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াশিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুজ শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রানু, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ফজলে রাব্বি ডলার, মিলন রহমান, মামুনুর রশিদ মামুন, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, ফজলে রাব্বি ডলার, রাহাত রিটু টিএম মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আ. দৈ. /কাশেম/ মিজানুর