সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামীলীগ নেতাকে সাথে নিয়ে সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রির অপরাধে স্থানীয় বিএনপি নেতা ফেরদৌস জামান মুকুলকে সাময়িক বরখাস্ত (অব্যাহতি) করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রির জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। সে প্রেক্ষিতে গত ৩ জানুয়ারি সলঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়।
শনিবার (৪ জানুয়ারী) থানা বিএনপির নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করার দায়ে থানা বিএনপির দলীয় প্যাডে দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুমনের স্বাক্ষরিত পত্রে সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ ফেরদৌস জামান মুকুলকে সাময়িক বরখাস্ত (অব্যাহতি) প্রদান করা হয়।
আ. দৈ. /কাশেম/নজরুল