অহনা দত্ত। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী। বছরের শুরুতে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের সুখবর দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিয়ের কথা জানিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম ধারাবাহিকে কাজ করার সময় নিজের মনের মানুষ দীপঙ্কর রায়কে খুঁজে পান অহনা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এ তারকা দম্পতি।
অহনা বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, ২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল। আমাদের মনে হয়েছিল সেটা সঠিক সময় নয় সকলকে জানানোর। এখন মানুষ অনেকটাই বুঝেছে আমাকে আর দীপঙ্করকে। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে লিখেছেন, প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সকলে ওর মা তখন জীবিত এবং উনি সেই দিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন।
শেষে বলেন, তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। হা একটু খুনশুটি আর ভালোবাসা টা বেড়ে গেছে এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিও টা আপনাদের দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল।
আ.দৈ/এআর