দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে শীতার্তদের সাহায্যের জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামী শীত মৌসুমে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় দেশের প্রতিটি জেলায় মোট পৌনে ৭ লাখ কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ ৩ জানুয়ারি শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে। এ কম্বল কিনতে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের। একই সঙ্গে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আ. দৈ/ আফরোজা