সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
জাতীয়
ইতিহাসে নজিরবিহী তেলবাজ কূটকৌশলীর করুন বিদায়
বহিরাগতদের শেল্টারেও শেষ রক্ষা হয়নি, ডিএসসিসির প্রকৌশলী আশিকের
আবুল কাশেম
Publish: Saturday, 7 September, 2024, 9:17 PM  (ভিজিট : 234)


 নানা ছলছাতুরি ,কূটকৌশল, রাজনৈতিক লেবাজ পরিবর্তন, অতিমাত্রায় তেলবাজি এবং বিএনপির প্রভাবশালী কেন্দ্রিয় একাধিক নেতার সমর্থণে বহিরাগতদের সহযোগিতায় নিয়েও শেষ রক্ষা হলো না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের। অপমানজনক অবস্থা তাকে বিদায় নিতে হয়েছে।

 নাম না প্রকাশের শর্তে ডিএসসিসির কর্মচারীরা জানান, চাকরির দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে তাকে অপমান, অপদস্ত হয়ে দাগী আসামিদের মতো নিরবে নগর ভবন থেকে বহিরাগতদের পাহাড়ায় বেরিয়ে যেতে হয়েছে। যা সিটি করপোরেশনের ইতিহাসে এক নজির বিহীন ঘটনা। অতিমাত্রায়  দাপ্তরিক ক্ষমতা লাভের আকাঙ্কা, গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, অধিনস্ত প্রকৌশলী ও কর্মচারীদেরকে অযাচিতভাবে যখন তখন হয়রানী এবং সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের ক্ষমতাও তিনি প্রয়োগ করেছেন।

শুধু তাই নয়,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্নেহের পাত্র হিসেবে সর্বমহলে আলোচনায় ছিলেন প্রকৌশলী আশিকুর রহমান। 'চাদঁখার পুল -গুলিস্তান-সায়েদাবাদ- যাত্রবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার' নির্মাণ প্রকল্পের অর্থ বরাদ্দ তিনগুন বৃদ্ধি করেছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী আশিকুর রহমান। অথচ সিটি করপোরেশন বছরের পর বছর  'মেয়র হানিফ ফ্লাইওভারের' রাজস্ব আদায় থেকে বঞ্চিত ছিল। 

তবে অপ্রিয় হলেও সত্য, সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের হস্তক্ষেপের ফলে গত দুই বছর যাবৎ এই ফ্লাইওভার থেকে কিছু রাজস্ব পাচ্ছে ডিএসসিসি।এতোকিছুর পরও সাবেক মেয়র তাপস রহস্যজনক কারণে আশিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করে ছিলেন এবং তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। 
 
সূত্র মতে, প্রকৌশলী আশিকুর রহমান চাকরি শুরু থেকেই বারবার তৎকালীন মেয়র ও ক্ষমতাসীন সরকারের আনুগত্য লাভের জন্য নানা কৌশল অবলম্বন করেছেন। তবে তার এই কৌশল কখনই সিটি করপোরেশনের সাধারণ কর্মকর্তা, প্রকৌশলী এবং কর্মচারীদের কোন কল্যাণ বয়ে আনেনি। এমনকি সিটি করপোরেশন লাভবানও হয়নি। এর প্রমাণ 'মেয়র হানিফ ফ্লাইওভার' প্রকল্প।

এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করুন পরাজয় এবং মন্ত্রী. এমপি ও নেতাদের পরিনতির দেখার সাথে সাথেই তিনি ছুটে যান বিএনপির প্রভাবশালী সাবেক মন্ত্রী ও নেতাদের  কাছে। ফলে নতুন করে আবার নাটক মঞ্চস্থ করেছেন।

সূত্র মতে, ডিএসসিসির কর্মকর্তা- কর্মচারীদের আন্দোলনের মুখে গত ১৩ আগস্ট সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৪ ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রয়োজনের কথা উল্লেখ করে ঐচ্ছিক অবসরে যেতে আবেদন করেন তিনি। ডিএসসিসি কর্তৃপক্ষ  গত ১৫ আগস্ট আশিকুর রহমানকে নানা অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছিলেন। এরপর  আবার বহিরাগতদের শেল্টারে নগর ভবনে ঢুকে গত ৫ সেপ্টম্বর পর্যন্ত অফিস করেছেন তিনি। অবশেষে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন্।

ডিএসসিসি কর্তপক্ষ পুনরায় গত ৫ সেপ্টেম্বর  ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের গত ১৩ আগস্টের ঐচ্ছিক অবসরে যাবার জন্য করা আবেদনটি অনুমোদন করে আবার আদেশ জারি করেন। আশিকুর রহমানের অবসরের বিষয়টি আজ শনিবার (০৭ (সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানানো হয়। তবে আদেশে বলা হয় আশিকুর রহমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুযায়ী সব সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন। 


আ. দৈ. /কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝