ফ্লপ সিনেমা অনেক সময় অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার জীবনে ঘটেছে একদম উল্টো ঘটনা। ‘মেলা’ সিনেমার ব্যর্থতাই বিয়ের বন্ধনে আবদ্ধ করেছিল এই তারকা জুটিকে।
রোববার টুইঙ্কেলের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। ভিডিওতে টুইঙ্কেলকে কখনো বই হাতে চুপচাপ বসে থাকতে, আবার কখনো মনের আনন্দে নাচতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ও টিনা ও টিনা’ গান।
অক্ষয় ক্যাপশনে লিখেছেন,
‘টিনা, তুমি শুধু কোনও একটা ম্যাচ নও, তুমি আসল খেলা! তোমার কাছ থেকে আমি শিখেছি কীভাবে হাসতে হয়, মনের গান গাইতে হয় এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয়। সত্যিই তোমার মতো কেউ নেই।’
বাজি জিতে বিয়ে
কফি উইথ করণের মঞ্চে অক্ষয় একবার মজার ছলে জানিয়েছিলেন, টুইঙ্কেল যদি বাজি না হারতেন, তাদের বিয়ে হতো না।
তিনি বলেন, ‘টিনা খুবই আত্মবিশ্বাসী ছিল যে তার সিনেমা মেলা সুপারহিট হবে। আমাকে সে বলেছিল, যদি সিনেমাটি ফ্লপ হয়, তবে সে আমাকে বিয়ে করবে। সৌভাগ্যক্রমে মেলা ফ্লপ করল, আর আমরা বিয়ে করলাম।’
টুইঙ্কেলের ক্যারিয়ার ও নতুন জীবন
১৯৯৫ সালে বারসাত সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কেলের। কিন্তু বলিউডে সাফল্য পাননি তিনি। পরে অভিনয় ছেড়ে লেখালেখিতে মন দেন। বর্তমানে টুইঙ্কেল একজন সফল লেখিকা। তার লেখা ‘মিসেস ফানি বোনস’ পাঠকপ্রিয়তা পেয়েছে।
দাম্পত্য জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা
২০০১ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন অক্ষয় ও টুইঙ্কেল। এরপর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন ২৩ বছর।
অক্ষয় কুমার এখনো বলিউডে ব্যস্ত। তার পরবর্তী সিনেমা ‘জলি এলএলবি থ্রি’, যেখানে তার সঙ্গী হবেন আরশাদ ওয়ারসি ও হুমা কুরেশি। এছাড়া ‘স্কাই ফোর্স’ ও ‘হাউসফুল ৫’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘হাউসফুল ৫’ মুক্তি পাবে ২০২৫ সালের ৬ জুন।
সূত্র: হিন্দুস্থান টাইমস
আ. দৈ./ সাধ