দেশ-বিদেশে তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়াতে ধর্মপ্রাণ মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জেলার অধিকাংশ মানুষের যাত্রা ও ধ্যান এখন পেকুয়ায়।
ইতিমধ্যে মাহফিলের ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। মিজানুর রহমান আজহারী শুক্রবার ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে হেলিকপ্টার নিয়ে পেকুয়া আসেন এবং তিনি রাত ১০টায় আলোচনা শুরু করেন।
পেকুয়া মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মিজানুর রহমান আজহারী। তার আগমন কেন্দ্র করে পেকুয়ায় লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। মহফিলের এক দিন আগে বৃহস্পতিবার রাত থেকে কয়েক লাখ মানুষ প্যান্ডেলে অবস্থান নিয়েছে।
চকরিয়ার মামুন আলী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন। তার ওয়াজ শুনতে এক দিন আগেই পেকুয়া চলে এসেছি। এখানে এসে দেখি কয়েক লাখ মানুষ। প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে।
বোরহান উদ্দিন নামে আরেকজন বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে যোগদান করতে পরিবারের সবাইকে নিয়ে পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তায় হাজার হাজার গাড়ি সবগুলোই পেকুয়ায় মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছে। মনে হচ্ছে আজকে পেকুয়ায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় বক্তার আলোচনা শুনতে পেকুয়া মুখি সবাই।
আ. দৈ. / কাশেম/ বিজন