মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫,
৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
সারাদেশ
পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্রকে হুমকি, রংপুরে এনসিপির দুই কর্মী আটক
রংপুর প্রতিনিধি
Publish: Tuesday, 18 November, 2025, 7:38 PM  (ভিজিট : 31)

রংপুর নগরীতে এক স্কুলছাত্রকে পিস্তলের মতো বস্তু ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন—রাগিব হাসনাইন (৩০) এবং রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৬)। গ্রেপ্তার রাকিবুল রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্কের মোড় এলাকায় কাওছার একাডেমির সামনে প্রেমজনিত বিরোধকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে রাগিব ও তুষার ঘটনাস্থলে উপস্থিত হন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, এসময় রাকিবুল একটি পিস্তল সদৃশ বস্তু বের করে এক ছাত্রের মাথায় ঠেকান। এতে আশপাশের ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে তাদের ঘিরে ফেলেন এবং গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেন।


ঘটনার পর সোমবার রাতে থানায় গেলে দেখা যায়, এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ বেশ কয়েকজন নেতা থানায় উপস্থিত হয়ে আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা ওসির কক্ষে গিয়ে তাদের মুক্তির বিষয়ে আলোচনা করেন বলেও জানা যায়।

এ সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন কাদেরী দাবি করেন, গ্রেপ্তার রাগিব এনসিপির সদস্য এবং রাকিবুল তাদের সমর্থক। তিনি আরও বলেন, রাকিবুলের ভাগনেকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে উত্তেজিত জনতা ‘খেলনা পিস্তল’ দেখে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, মারামারি এবং পিস্তল সদৃশ বস্তু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তল সদৃশ বস্তুটি ব্যালিস্টিক শাখায় পাঠানো হয়েছে। পরীক্ষায় যদি এটি প্রকৃত আগ্নেয়াস্ত্র হিসেবে চিহ্নিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে অতিরিক্ত মামলা দায়ের করা হবে।

আ.দৈ/আরএস



   বিষয়:  পিস্তল   ঠেকিয়ে   স্কুলছাত্রকে   হুমকি   রংপুরে   এনসিপির   দুই   কর্মী   আটক  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়ি ভাংচুর
গাংনীতে কাথুলী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
কিবরিয়া হত্যায় ১৩ জনকে আসামি করে মামলা
গাংনীতে শিক্ষকের প্রেমে ব্যর্থ ছাত্রীর গোপন ভিডিও ভাইরাল
কুড়িলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

হাসিনার রায়ের পর ডাকসু এজিএস শেয়ার করলেন কাদের মোল্লার চিঠি
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
গাংনীতে উপজেলা বিএনপির মিছিলের নগরী
শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ভারতের প্রতিক্রিয়া
এবার শাহবাগে কার্যকর হলো শেখ হাসিনার প্রতীকী ফাঁসি
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝