ফরিদপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর নাম পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ক্যাম্পাসে ম্যাটস এর নাম পরিবর্তন করে নতুন নাম "মেডিকেল ইনস্টিটিউট,ফরিদপুর" রাখা হয়েছে।
নাম পরিবর্তনের এই অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন , সাকিব আকন্দ, তাজউদ্দীন তাজ, নিসাত তাসনিম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, হযরত আলী, তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম আবরার সহ ম্যাটসের সকল বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আ. দৈ. / কাশেম./ রানা