পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ছোঁয়ায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন আঙ্গিকে আয়োজিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ১১তম আসরের আনুষ্ঠানিক সূচনা হলো জমকালো মিউজিক ফেস্টের মাধ্যমে।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘একটি দীর্ঘ সংগ্রামের পর আমরা আজকের এই নতুন বাংলাদেশে পৌঁছেছি। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যেখানে প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে এবারের বিপিএলকেও নতুনভাবে সাজানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং, মাস্কটসহ বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলা আরও উপভোগ্য করতে বিসিবি কঠোর পরিশ্রম করেছে। এমন আয়োজন সফলভাবে সম্পন্ন করায় এবং একটি সুন্দর বিপিএল উপহার দিতে উদ্যোগ নেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাও সরাসরি এই উদ্যোগে সম্পৃক্ত ছিলেন। আশা করি, এবারের বিপিএল নতুন বাংলাদেশের একটি নতুন অধ্যায় হয়ে উঠবে।’
অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আজকের মিউজিক ফেস্ট শুরু হলো। যারা এসেছেন, তাদের ধন্যবাদ। এবারের বিপিএল নিয়ে আমরা অনেক কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। এখন কনসার্ট শেষে মুল খেলায় মনোযোগ দেবো। আশা করি, দলগুলো ভালোভাবে অংশগ্রহণ করবে।’
৩০ ডিসেম্বর বরিশাল ও রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের মূল পর্ব। দুপুর দেড়টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার মুখোমুখি হবে রংপুর।
আ. দৈ./ সাধ