শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
ধর্ম
চাকরির ইন্টারভিউতে যাবার আগে পড়ার দোয়া
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 23 December, 2024, 7:57 PM  (ভিজিট : 55)

মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন ও দোয়ার মাধ্যমে আমরা কঠিন মুহূর্তগুলোকে সহজ করতে পারি। পবিত্র কোরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। দৈনন্দিন জীবনের যে কোন পরিক্ষা এলেই দোয়ার প্রয়োজনীয়তা বেড়ে যায়।

চাকরির সাক্ষাৎকার এমন একটি ধাপ, যা পছন্দের চাকরি পাবার আগে উত্তীর্ণ হতে হয়। তবে, বেশিরভাগ মানুষের জন্য এ পর্যায়টি সহজ নয়। অনেক চাকরিপ্রার্থীর কাছে এটি বেশ চাপপূর্ণ, কারণ ই প্রশ্নোত্তর সেশনই নির্ধারণ করে যে আবেদনকারী তার কাঙ্ক্ষিত চাকরিতে সফল হবেন কি না।
 
এমন পরিস্থিতিতে আমাদের শান্ত থাকার পাশাপাশি স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করতে পরামর্শ দেয়া হয়। সাক্ষাৎকার চলাকালীন আত্মবিশ্বাস বজায় রাখা প্রয়োজন, যাতে নিয়োগকর্তার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
 
এছাড়াও, সাক্ষাৎকারে সাফল্যের জন্য মুসলিমদের দোয়া পড়ার উপদেশ দেয়া হয়েছে, যা নবী মুসা আলাইহিস সালামের শিক্ষা থেকে পাওয়া। এ দোয়া স্নায়ুচাপ কমিয়ে সমস্ত কাজ সহজ ও শান্তিপূর্ণ করে তুলতে সাহায্য করে।
 
কোরআনের সুরা ত্বহা, আয়াত ২৫-২৮-এ বর্ণিত দোয়া:
 
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۝ وَيَسِّرْ لِي أَمْرِي ۝ وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ۝ يَفْقَهُوا قَوْلِي উচ্চারণ: রব্বিশরাহ্‌ লি সাদরি, ওয়াইস্‌সির্‌লি আমরি, ওয়াহলুল উক্‌দাতাম মি-ল্‌লিসানি, ইয়াফ্‌কাহু কাওলি।
 
অর্থ: হে আমার প্রভু! আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার বাধা খুলে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে।
 
তাফসির গ্রন্থে উল্লেখ আছে, 
 
প্রশস্ত অর্থ হলো এমন মনোভাব ও কাজ করা যা কারো কষ্টের কারণ না হয়। আর আমার কাজ সহজ করে দিন অর্থ হলো সমস্ত কাজ সহজতর হওয়া ও প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন হওয়া। এ দোয়া পড়লে কথাবার্তা সহজে বলা যায় আর অন্যরা তা গ্রহণ করে।
 
সাক্ষাৎকারের আগে প্রস্তুতির জন্য পরামর্শঃ

১. সাক্ষাৎকারে যাওয়ার আগে অজু করে নেয়া
২. দুই রাকাত নফল নামাজ আদায় করা।
৩. সাক্ষাৎকারের আগে ও পরে উল্লিখিত দোয়াটি পাঠ করা।
 
এ দোয়াটি কেবল চাকরির সাক্ষাৎকারেই নয়, যেকোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়ার আগে, জনসমক্ষে কথা বলার সময় বা বিতর্কে অংশগ্রহণের আগেও পড়া যেতে পারে। আশা করি, এ দোয়াটি আপনার জন্য উপকারী হবে। আল্লাহ্‌ আপনার সকল কাজ সহজ করুন।
 
জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দোয়া আমাদের সাফল্যের চাবিকাঠি। বিশেষত, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও বৈঠকের আগে দোয়া আমাদের হৃদয় প্রশান্ত করে, আত্মবিশ্বাস বাড়ায় ও আমাদের কথাগুলোকে শ্রবণযোগ্য আর গ্রহণযোগ্য করে তোলে। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা ও ভালোবাসার প্রকাশ।
 
তাই, জীবনের প্রতিটি কাজের আগে ও পরে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করার অভ্যাস গড়ে তোলা উচিত। আল্লাহ আমাদের প্রতিটি প্রয়াসকে সহজ করুন আর আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বরকত দান করুন। আমিন।

আ.দৈ/ সাম্য
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
সদ্যবিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা-ককটেল বিস্ফোরণ, আহত ২
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
ধর্ম- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝