শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
মাদারীপুরে চুরি হওয়া গরুসহ চোর ফরিদপুরে আটক
এহসান রানা, ফরিদপুর
Publish: Sunday, 22 December, 2024, 8:42 PM  (ভিজিট : 20)

মাদারীপুরের শিবচর থেকে চুরি হওয়া গরুসহ ফরিদপুরের বোয়ালমারীতে আবুল হোসেন কাজী (৩৫) ও সাগর বেপারী (৩২) নামে দুই চোরকে পিকআপসহ আটক করে থানা পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় এক নারীকেও আটক করা হয়েছে। 

 রবিবার (২২ ডিসেম্বর) সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুর এলাকা দিয়ে পিকআপে করে গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে স্থানীয়রা। 

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীসহ তিন চোরকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১২-৬০৬৪), অর্ধশত ঝুড়ি ও দুইটি গরু উদ্ধার করা হয়। 

আটককৃত আবুল হোসেন কাজী শিবচর উপজেলার মাদবরচর গ্রামের শামসুল কাজীর ছেলে ও সাগর ব্যাপারী একই উপজেলার গোয়ালকান্দা গ্রামের নেদু ব্যাপারীর ছেলে এবং ওই নারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা।  উদ্ধারকৃত গরুসহ দুই চোরকে বোয়ালমারী থানায় রাখা হয়েছে। 

থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার মাতবরের চর এলাকার মোশাররফ হোসেন মাস্টারের বাড়িতে আবুল হোসেন কাজী ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে ভাড়া থাকার সুযোগে বাড়িওয়ালার দুইটি গরু একটি নাম্বার বিহীন পিকআপে উঠিয়ে আবুল হোসেন ও তার সহযোগী সাগর ব্যাপারী রবিবার ( ২৩ ডিসেম্বর)  ভোররাতে চুরি করে নিয়ে বের হয়। ওইদিন সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর বটতলা এলাকায় পিকআপটি দুইটি গরুসহ তাবু দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিলেন। পিকআপে গরু তাবু দিয়ে ঢাকা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধাওয়া করে গৌরিপুর এলাকায় পিকআপটি আটক করে। এ সময় গরু বাদেও অর্ধশত বাঁশের ঝুড়ি  পিকআপে বোঝাইকৃত ছিল। 

তাদের আটকের কথা শুনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকা থেকে প্রায় তিন ঘন্টা পর এক নারী হাজির হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে থানা পুলিশ গরু, পিকআপ ও দুই চোরসহ ওই নারীকে আটক করে থানা হেফাজতে নেয়। ফেসবুকে গরু উদ্ধারের বিষয়টি জানতে পেরে গরুর মালিক মোশাররফ হোসেন মাস্টার বোয়ালমারী থানায় গিয়ে নিজের গরু বলে সনাক্ত করেন। পিকআপসহ গরু ও দুই চোরকে মাদারীপুরের শিবচর থানায় হন্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

চোরাই গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের  বোয়ালমারী থানার উপপরিদর্শক মহেশ অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল গরুসহ চোরদের থানায় আনার সময় এক পর্যায়ে স্থানীয়রা বাধা দেয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে পিকআপসহ গরু ও চোরদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে শিবচর থানার পুলিশ আসলে তাদের কাছে উদ্ধারকৃত গুরু, পিকআপ ও চোরদের হন্তান্তর করা হবে।  

 রবিবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোর সন্দেহে দুই যুবক ও এক নারীকে আটক করেছে। চুরির ঘটনাটি মাদারীপুরের শিবচর এলাকার হওয়ায় আসামীদের ও উদ্ধারকৃত গরু শিবচর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

আ. দৈ. / কাশেম/ রানা
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝