আইনস্টাইন তখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একদিন তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোথাও হাঁটতে বেরিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন নিজের বাসার ঠিকানা। পরে কাস্টডিয়ানের কাছে সাহায্য চান।
কাস্টডিয়ান তাকে চিনতে পেরে তার বাসায় পৌঁছে দেন।
২.
একদিন ট্রেনে চড়ে কোথায় যেন যাচ্ছিলেন আইনস্টাইন।
এক সময় টিটি এলো টিকিট চেক করতে। কিন্তু আইনস্টাইন টিকিট খুঁজে পাচ্ছিলেন না।
ফলে আইনস্টাইনকে বিচলিত দেখাচ্ছিলো। তখন টিটি বললেন, আপনাকে অত বিচলিত হওয়ার দরকার নেই স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি। টিকিট না দেখালেও চলবে।
আইনস্টাইন বলেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু টিকিটটা খুঁজে পাওয়া জরুরি। কারণ ওতে লেখা ছিল, আমি কোথায় যাচ্ছি।
আ.দৈ/এআর