রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সারাদেশ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
কারারক্ষীর মাধ্যমে বন্দিদের কাছে মাদক সরবরাহ
Publish: Saturday, 21 December, 2024, 7:45 PM  (ভিজিট : 49)

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, কারারক্ষীর মাধ্যমে বন্দিদের কাছে মাদক সরবরাহ করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সহকারী প্রধান কারারক্ষী ছিলেন তারিকুল ইসলাম শাহীন।কারা বন্দিদের কাছে মাদক সরবরাহ করার অভিযোগে গত ২১ নভেম্বর তিনি চাকরি হারান।

এদিকে রুমান ভূঁইয়া ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের রক্ষী। বন্দিদের কাছে মোবাইল ফোন সরবরাহের অভিযোগে গত ১২ আগস্ট চাকরিচ্যুত হয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কারাগারে টাকার বিনিময়ে এভাবে বন্দিদের কাছে মাদকদ্রব্য, মোবাইল ফোন সরবরাহসহ বিভিন্ন অভিযোগে এক বছরে ৪৪ কারারক্ষী শাস্তি পেয়েছেন। তাদের মধ্যে চাকরি হারিয়েছেন পাঁচজন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগটির ১১ কারাগারের মধ্যে সবচেয়ে বেশি অপরাধে জড়াচ্ছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কক্সবাজার জেলা কারাগার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার ও নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষীরা। এর মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারে সবসময়ই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকেন। রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলে সেই সংখ্যা চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায়।

কারাগারে বন্দি বেড়ে গেলে সামর্থ্যবানরা টাকা দিয়ে আরাম-আয়েশে থাকার চেষ্টা করেন। তখন টাকা নিয়ে পুরোনো কয়েদিদের সহযোগিতায় সেই সুযোগ-সুবিধা দেন কিছু কারারক্ষী। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটে মাদকদ্রব্য (গাঁজা-ইয়াবা) সরবরাহ এবং  মোবাইল ফোন বিক্রি। অতিরিক্ত দামে কেনা ছোট আকৃতির ফোন নিজেদের কাছে কৌশলে লুকিয়ে রাখেন কয়েদিরা। এসব সরবরাহের টাকা কারারক্ষীরা পুরোনো কয়েদি ও ভাগবাটোয়ারা করেন।

সূত্র জানিয়েছে, মাদক বাণিজ্য, মোবাইল ফোন সরবরাহ, বন্দিদের তথ্য আদান-প্রদান, বন্দির স্বজনদের সঙ্গে প্রতারণা, জামিন বাণিজ্য, শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধে গত এক বছরে ১১ কারাগারের ২১ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে পাঁচজনকে। ১৮৭ কারারক্ষীকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে ৩৯ জনের বিরুদ্ধে ৩৯টি বিভাগীয় মামলা চলমান।

চাকরি হারানো পাঁচজনের একজন শাখাওয়াত হোসেন। তিনি ভুয়া ঠিকানা ও পরিচয়ে চাকরি নিয়ে কক্সবাজার কারাগারে প্রায় পাঁচ বছর কারারক্ষী ছিলেন। প্রতারণা ও জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর তিনি চাকরিচ্যুত হন। আরেক কারারক্ষী সোহেল মিয়া সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতেন। এসব অভিযোগ প্রমাণ হওয়ার পর চাকরিচ্যুত হন তিনি। বন্দিদের থেকে অর্থ হাতিয়ে ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগের অপরাধে চাকরি হারান কারারক্ষী মাসুদ রানা।

জানা গেছে, এভাবে টাকার লোভে কারাগারের ভেতর অপরাধে জড়িয়ে পড়ছেন অনেক কারারক্ষী। কোনোভাবেই মাদক বাণিজ্য থেকে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ হচ্ছে না। কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা আসামিদের সঙ্গে কারারক্ষীদের যোগসাজসের চলছে মাদক ও মোবাইল বাণিজ্য।

তবে চাকরিচ্যুত তারিকুল ইসলাম শাহীনের দাবি, কারাগারে তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন না। কর্মকর্তাদের কথামতো কাজ না করায় মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। 

রুমান ভূঁইয়ারও একই দাবি। তিনি বলেন, কারাগারের সেলে পরিত্যক্ত মোবাইল ফোন উদ্ধার করে আমি বিপদে পড়েছি। সেটি আমি বাইরে থেকে ভেতরে নিয়ে গেছি– এমন অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের এক কর্মকর্তা বলেন, এখানে ধারণক্ষমতার আড়াই গুণ বেশি বন্দি রয়েছে। তার মধ্যে তিন ভাগের দুই ভাগই মাদক মামলার আসামি। তাদের অনেকে মাদক সেবন করে, কেউ কেউ ব্যবসাও করে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, চট্টগ্রাম কারাগারে এখন ধারণক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি রয়েছে। কারাগারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামরা বসিয়ে মনিটরিং জোরদার করা হচ্ছে। কারারক্ষীদের সবসময় সতর্ক করার পাশাপাশি অপরাধকর্মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) টিপু সুলতান বলেন, টাকার লোভে কিছু কারারক্ষী অনৈতিকভাবে বন্দিদের সুবিধা দেন। আমি দায়িত্ব নেওয়ার পর মাদক, মোবাইল ফোন সরবরাহসহ বেশ কিছু অভিযোগ পেয়েছি। তদন্ত করে বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিও নেওয়া হয়েছে। কারাগারকে অপরাধমুক্ত রাখতে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

আ. দৈ/ আফরোজা 



আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখ প্রকাশ বাধ্যতামূলক
রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
আড়াই মাসেও সন্ধান মেলেনি জগন্নাথ বিশ্ব. সাবেক ছাত্র লিখনের
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝