এবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠনের পর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাফর আলম পদত্যাগ করাতে বাধ্য করিয়েছেন বর্তমান পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ব্যাংকটির দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান ও খোরশেদ আলমও পদত্যাগ করতে বাধ্য করেছেন।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকটির এই তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে পদত্যাগ করা এমডি জাফর আলম বলেন, আমি একটু অসুস্থ, চলমান প্রেক্ষাপটও ভালো না। মেয়াদও বেশিদিন নেই, আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে তাই পদত্যাগ করেছি। কেন্দ্রীয় ব্যাংক এসআইবিএলের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে, আশা করছি তারা ভালো কাজ করবে।
তিনি দাবি করেন, তিনি নিজে থেকে কোনো ঋণ অনুমোদন করেননি। যেসব ঋণ অনুমোদন করা হয়েছে, সেগুলো পরিচালনা পর্ষদ করেছে। এই দায় তার নয়। এস আলম গ্রুপের কোনো ঋণের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তার আরও দাবি, কোনো ধরনের অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন। ব্যাংকের নির্ভর সূত্রে জানা যায়, বর্তমান পর্ষদ এসে তাদেরকে পদত্যাগ করতে বলেছে।
কেন্দ্রীয় ব্যাংক গত ২৫ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের ভেঙে নতুন পর্ষদ গঠন দিয়েছে। এতে আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ পুনর্গঠন করা হলো। এসআইবিএলের নতুন পর্ষদে পরিচালক হয়েছেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব.) মো. রেজাউল হক, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আনোয়ার হোসেন।
আ. দৈ. /কাশেম/ রমজান