দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি) এবং তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য একটি বড় হুমকি। এক্সিকিউটিভ অর্ডার (ই.ও) ১৩৩৮২-এর আওতায় এই চার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থাকে টার্গেট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এটি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা। এর আগে একই অভিযোগে চীন এবং বেলজিয়ামের বেশ কিছু সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পাকিস্তান তখন এই অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলে।
যুক্তরাষ্ট্রের দাবি, পাকিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করতে কাজ করছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তবে পাকিস্তান সরকার এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে এটিকে পক্ষপাতমূলক এবং দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।
সরকারি বিবৃতিতে পাকিস্তান জানায়, তাদের কৌশলগত সক্ষমতা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য জরুরি। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এই নীতির কারণে এই অঞ্চলে এবং এর বাইরেও বিপজ্জনক প্রভাব পড়তে পারে। পাকিস্তান সরকার তাদের জনগণের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়, এই দায়িত্ব পালনে কোনো ধরনের সমঝোতা করা হবে না।
আ. দৈ./ সাধ