ইসরায়েল ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যেখানে অন্তত নয়জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা চালায়। তাদের দাবি, হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক স্থাপনায় এ আক্রমণ পরিচালিত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীরা ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী, যারা সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই এই হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল।
হুথি-সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে, রাজধানী সানা এবং বন্দর নগরী হোদেইদাহতে ইসরায়েলি বাহিনীর আক্রমণ হয়েছে। সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। হোদেইদাহতে বন্দরে চারটি এবং একটি তেল স্থাপনায় দুটি হামলা চালানো হয়।
ইসরায়েল দাবি করেছে, হুথি বিদ্রোহীরা তাদের সামরিক কার্যক্রমে এই সব স্থাপনা ব্যবহার করছিল। এ সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো ইয়েমেনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।
হুথি বিদ্রোহীরা বলেছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, সানা, হোদেইদাহর বন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
আ. দৈ./ সাধ