ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সি-স্যুইট ২০২৪ এওয়ার্ডসে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সিইও অফ দা ইয়ার ২০২৪ পুরস্কার লাভ করেছেন। দেশের আর্থিক খাতে ব্যাতীক্রমী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি স্বরূপ ইফতেখার এই সম্মাননা লাভ করেন। এওয়ার্ডটির আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
গত বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আলী রেজা ইফতেখারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেয়া হয়।
একজন দূরদৃষ্টি সম্পন্ন লীডার হিসেবে পরিচিত ইফতেখার ইস্টার্ন ব্যাংকের অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কৌশলগত দূরদৃষ্টি এবং এক্সিলেন্স অর্জনে অঙ্গীকার ব্যাংকের শক্তিশালী পারফর্মেন্স ও সুনাম অর্জনে বিশেষভাবে উল্লেখযোগ্য।
সি-স্যুইট এওয়ার্ডস বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি ফ্ল্যাগশীপ উদ্যোগ। এর মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দকে তাদের সাফল্যের জন্য স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়। অনুকরণীয় নিষ্ঠা ও এক্সিলেন্সের জন্য সি-স্যুইট এক্সিকিউটিভ ও ডিরেক্টরদের এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। স্বনামধন্য বিজনেস লীডার, পেশাদার অডিট বোর্ডসহ অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি বিশিষ্ট এডভাইজরি বোর্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অর্জন, বিজনেস পারফর্মেন্স, জনকেন্দ্রিকতা এবং উদ্ভাবনী ক্ষমতা ও অন্যান্য মানদন্ডের ভিত্তিতে পুরস্কার প্রাপ্তদের নির্বাচিত করেন।
আ.দৈ / এমএমএস