শরীয়তপুরের জাজিরায় আট কেজি গাঁজা ও একটি পিকআপ সহ দুই জনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয় নিশ্চিত করেন জাজিরা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ঝিনাইদাহ কালিগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন হাজীর ছেলে আঃ রশিদ হাজী (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মৃত রুহুল আমিন এর ছেলে মোঃ রবিন মিয়া।
প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে তথ্য পায় জাজিরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে আড়া চন্ডির মোড়ে দুইজন মাদক ব্যবসায়ীর অবস্থান রয়েছে। পরে পুলিশের টহল টিম সেখানে গিয়ে দিবাগত রাত আনুমানিক ৩.৩০ সময়ে জাজিরার আড়া চন্ডি মোড় থেকে একটি পিকআপ, ৬ টি ড্রাম সহ দুইজনকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। ফরিদপুর থেকে ঢাকা মেট্রো- নং ১২-৬৩৭১ রেজিস্টেশন করা পিকআপটিতে গোসাইরহাটের যাওয়ার পথে পুলিশ এদের আটক করতে সক্ষম হয়।
জাজিরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ টিম জাজিরার আড়াচন্ডি মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি মোঃ আল-আমিন।
আ. দৈ. /কাশেম/ রাজিব