ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপির কর্মীসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির অপর একটি গ্রুপের বিরুদ্ধে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার লালন বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সমাবেশের চেয়ার।
আহতদের মধ্যে আলামিন হোসেন, মন্টু মণ্ডল, আফাঙ্গীর হোসেনসহ ৭ জনকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করে। বিকেলে সমাবেশ চলাকালে ইউনিয়ন বিএনপির অপর একটি গ্রুপের লোকজন সমাবেশে হামলা চালায়। সে সময় কর্মীদের মারধর ও চেয়ার ভাঙচুর করা হয়। এতে অন্তত ৭ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের থানা বিএনপির সদস্য মন্টু হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, ‘খবর পেয়ে আমি ফোর্স নিয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বড় কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
আ. দৈ/ আফরোজা