ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ৫৩ জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে লেখক সালাহ উদ্দিন শুভ্র স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ভারতের উগ্র ডানপন্থী শাসক দল বিজেপির স্বার্থ রক্ষাকারী ‘গদি মিডিয়ায়’ চলমান বাংলাদেশবিরোধী অপপ্রচার আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। মুজিববাদী আওয়ামী লীগের স্বৈরশাসন ও লুটপাটের কবল থেকে জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে।
তারা আরও বলেন, হাসিনার পতনের পর ভারতের মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কল্পিত নির্যাতনের ভিত্তিহীন গল্প প্রচার করে যাচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের পথে বাধা সৃষ্টির চেষ্টা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি।
বাংলাদেশের মানুষ সব ধর্ম, জাতিগোষ্ঠী, এবং রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে একত্রিত হয়ে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিয়েছে। ভারতের ‘গদি মিডিয়া’ বাংলাদেশকে আবারও তাদের আধিপত্যে নিয়ে যেতে চায় এবং আমাদের ঐক্যকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।
বিবৃতিদাতারা জনগণের প্রতি আহ্বান জানান, আপনারা যে যেখানে থাকুন না কেন, এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা এবং জাতীয় পুনর্গঠনের প্রচেষ্টাকে রক্ষা করুন। বিবৃতিতে স্বাক্ষর করেন আলোকচিত্রী শহিদুল আলম, অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানসুর, গীতিকার লতিফুল ইসলাম শিবলী, লেখক সুমন রহমান, অর্থনীতিবিদ জিয়া হাসান, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
তারা এসময় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের গণতান্ত্রিক পথচলা ও জাতীয় স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবে না।
আ. দৈ./ সাধ