সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
জাতীয়
১৩ কারখানায় কর্মবিরতি
বিভিন্ন দাবিতে ফের অশান্ত হচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল,৬টিতে ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 11 December, 2024, 5:07 PM  (ভিজিট : 96)
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকালে ছুটি ঘোষণা করা হয় ছয়টি কারখানায়। ছবি : আজকের দৈনিক

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকালে ছুটি ঘোষণা করা হয় ছয়টি কারখানায়। ছবি : আজকের দৈনিক


বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া।  আজ বুধবার (১১ ডিসম্বর) সকাল থেকেই কর্মবিরতিতে নামেন শিল্পাঞ্চলের ১৩টি বৃহৎ শিল্প কারখানার শ্রমিকরা। অপরদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল দশটা নাগাদ ছুটি ঘোষণা করা হয় ছয়টি কারখানায়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই তুলনায় আমাদের বেতন ও ভাতা বাড়েনি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শিল্প পুলিশ জানায়, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপের শ্রমিকরা গত তিন দিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন। তাদের দেখাদেখি ডেকো ডিজাইন, নিউ এইজ, ইথিক্যাল, নিট এশিয়া, এসব টোয়েন্টিওয়ানসহ ১৩টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই শুরু করেন কর্মবিরতি। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অন্য কারখানাগুলোও বন্ধ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন শিল্প মালিকরা।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, নতুন করে উত্তেজনার কারণে সময়মতো পোশাক রপ্তানি ব্যাহত হচ্ছে। রপ্তানি আদেশ হারানোর শঙ্কাও করছেন তারা।

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া তারা মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিও জানিয়েছেন। মূলত শ্রমিকদের ১৮ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে।

আ. দৈ/ আফরোজা 


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝