এবার পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আল্ম। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।’
জানা গেছে, বাংলাদেশের অধিকাংশ চাকরির পরীক্ষা ও ভর্তির পরীক্ষায় পোষ্য কোটা সংরক্ষণ করা হয়ে থাকে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
চাকরি প্রত্যাশীরা বিভিন্ন সময় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার পোষ্য কোটা বাতিল চাইলেন সারজিস আলম।
আ.দৈ/এআর