বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল লোগোর জন্য ডিজাইন আহ্বান করা হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
‘লোগো আহ্বান’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল লোগোর জন্য ডিজাইন আহ্বান করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার মধ্যে যারা লোগো ডিজাইনিংয়ে পারদর্শী, তারা লোগো পাঠাতে পারেন আমাদের ইমেইলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ নির্মাণকল্পে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম। লোগোতে অবশ্যই জুলাই গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি প্রতিফলিত হওয়া আবশ্যক।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লোগো পাঠানোর শেষ তারিখ চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত। যে ঠিকানায় লোগো ডিজাইন পাঠাতে বলা হয়েছে, তা হলো—
২০২৪ সালের জুনে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করে। সংগঠনটি প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ. দৈ/ আফরোজা