ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ করে এগিয়েছে বাংলাদেশের নারী দলের একাধিক ক্রিকেটার। বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সাতে উঠেছেন বাঁহাতি স্পিনার নাহিদা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিগার সুলতানা জ্যোতি আর ফারজানা হক পিংকির।
মঙ্গলবার আইসিসি মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে বোলারদের র্যাঙ্কিংয়ে নাহিদা সাতে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ফারজানা ১৬তম ও নিগার ২৮তম স্থানে উঠেছেন।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই ভালো বল করেন নাহিদা। তিন ম্যাচে নেন ৬ উইকেট। এতে ১০ নম্বর থেকে লাফ দিয়ে প্রথমবারের মতন সাতে উঠে যান তিনি।
এই সিরিজে তিন ম্যাচেই ফিফটি করে সিরিজ সেরা হন ফারজানা। সেই পুরস্কার পেয়েছেন তিনি ছয় ধাপ এগিয়ে। তার অবস্থান এখন ১৬ নম্বরে। অধিনায়ক জ্যোতি ফিফটি না পেলেও তিন ম্যাচেই দলের প্রয়োজনীয় রান করেছেন। তাতে ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন তিনি।
সিরিজ হারলেও আয়ারল্যান্ডের হয়ে রান করা এমি হান্টার ৬ ধাপ এগিয়ে ৩২ নম্বরে। লাউরা ডেলানি ৪ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে আছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা ছাড়াও উন্নতি হয়েছে সুলতানা খাতুনের। সর্বোচ্চ ৭ উইকেট নেওয়া অফ স্পিনার ২৩ নম্বরে। রাবেয়া খান ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৪০ নম্বরে।
আ. দৈ./ সাধ