ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ১০ম সভা গতকাল মঙ্গলবার পর্ষদের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ব্যাংকিং সেক্টরের তারল্য সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্ণর মহোদয়ের এ উদ্দেশ্যে প্রদত্ত পরিকল্পনা ঘোষণার সাথে সাথেই জনমনে আস্থা ফিরে আসার লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। আজকের বোর্ড সভা ব্যাংকের সর্বস্তরের কর্মীবাহিনীকে এ অনূকুল অবস্থা কাজে লাগিয়ে দ্রুত ব্যাংকের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য জোর তাগিদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি