শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
অপরাধ
আগামী ২ ডিসেম্বর র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 28 November, 2024, 5:07 PM  (ভিজিট : 56)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন । তলবি নোটিশ প্রাপ্তরা হলেন- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। আগামী সোমবার (২ ডিসেম্বর) গুমের অভিযোগ দায়ের করা মামলায় তাদের হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জানা যায়, বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রসিকিউটর তামিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের হাজির করার জন্য আজ আবেদন করেছিলাম।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজকে দু’টি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দু’টি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর (সোমবার) অভিযুক্ত দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দু’জনের বিরুদ্ধে একাধিক গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগ আছে। যেটি আমরা ট্রাইব্যুনালকে শুনিয়েছি। ট্রাইব্যুনালের আইনে আগে গুমের ব্যাখ্যা ছিল কনসাইনমেন্ট টর্চার অ্যান্ড অ্যাবডাকশন মিলিয়ে। ২০২৪ সালের অ্যামেনমেন্ডের পরে ট্রাইব্যুনালের আইনে ফোর্সফুলি ডিজএপিয়ার শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে৷ সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক দুই র‍্যাব কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে হাজির করার আবেদন করেছিলাম।

আ. দৈ. /কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাগরিকদের মাঝে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ১
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
অপরাধ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝