"শব্দ শিখুন, ভাষা শিখুন" শব্দ ভান্ডারের দক্ষতা মানুষের যোগাযোগ এবং সামাজিক দক্ষতা উন্নত করে এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধা বিকাশে ও নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর) সকালে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস সিডিপির আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গুডনেইবারস সংস্থার ইকনোমি ইউনিট রেমন্ড কুইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মায়িশা অদ্রি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাত হোসেন, তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, ছাত্র, স্বেচ্ছাসেবক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ প্রমুখ।
আ. দৈ. /কাশেম /নজরুল