শিবালয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উথলী ইউনিয়ন যুব অধিকার পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বাড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইলিয়াস হোসাইন।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মমিনুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক সেন্টু মিয়া, শিবালয় উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শাকিল রানা, মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।
আ. দৈ. /কাশেম /সুমন