পিরোজপুর ইন্দুরকানীতে তাফসির মাহফিলে এসে নিজের গুমের বর্ণনা দিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের স্বাক্ষী সুখরঞ্জন বালি।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে ইন্দুরকানী উপজেলার যুবসমাজ আয়োজিত উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে তিনি মঞ্চে এসে উপস্থিত হন।মাহফিল শেষে তিনি তার বক্তব্যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষ্য না দেয়ার কারণে তাকে আওয়ামী লীগ সরকার গুম করে যেসব নির্যাতন করেছে তার বর্ণনা দেন।
সুখরঞ্জন বালি বলেন, ‘তাকে আওয়ামী লীগ সরকার গুম করে ভারতে নিয়ে রেখে আসে।’তিনি বলেন, ‘মাওলানা সাঈদী আমার বড় ভাই বিশা বালিকে হত্যা করেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাই আমি তার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ্য দিতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকার আমার ওপর অনেক অত্যাচার করেছে।’
মাহফিল কমিটির সভাপতি মাওলানা খয়রুল বাশার জানান, ‘মাহফিলের শেষ দিন (১৩ নভেম্বর) রাতে আল্লামা সাঈদীর নামে যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের স্বাক্ষী সুখরঞ্জন বালি মাহফিলে এসে উপস্থিত হন এবং তিনি তার ওপর তৎকালীন সরকারের গুম ও নির্যাতনের বর্ণনা দেন।’মাহফিলে তাফসির পেশ করেন কোরআন সুন্নাহ রিসার্স ফাউন্ডেশনের গবেষক মাওলানা গোলাম আজম।
প্রধান অতিথি ছিলেন আল্লামা সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বীন মুহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, সাবেক আমির মো: হাবিবুর রহমান প্রমুখ।
আ. দৈ. /কাশেম