Publish: Wednesday, 7 August, 2024, 4:50 PM (ভিজিট : 58)

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনুপস্থিত থাকা চিকিৎসাদের কর্মস্থলে ফিরে দেশের মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানানো হয়েছে।
বুধবার (০৭ আগস্ট) বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা সেবার সাথে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীবৃন্দ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনুপস্থিত। যে কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙ্গে পড়ছে।
গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়ণের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরী হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শীঘ্রই এর সুষ্ঠু সমাধান করবে।
তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সকল ধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি সকলের নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।
আ.দৈনিক/ আরিফ