খ্যাতনামা বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর পেশাদার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আফতাবনগরস্থ পিএসটিসি ভবনে এই কর্মী সভার আয়োজন করা হয়।
এতে ৬৫ জনের অধিক প্রফেসনাল স্টাফ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পিএসটিসির চেয়ারপারসন মিস সানজিদা ইসলাম। পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ সভায় ২০২৫ সালের কার্যক্রমের পর্যালোচনা ও আর্থিক অগ্রগতি এবং সেই সাথে পিএসটিসির পরিবর্তিত মিশন, যুবদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জানান হয় গত এক বছরে পিএসটিসি ৬ লাখেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে।
বলেন, গত বছর পিএসটিসির বেশকিছু অর্জন আছে তার মধ্যে অন্যতম হলো পিএসটিসির নিজস্ব ভবনের উদ্বোধন ও আইপিপিএফ এর মেম্বার এসোসিয়েট হওয়ার সম্মান অর্জন করা। নতুন ৫টি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে গেলো বছরে। এর মধ্যে অর্থপূর্ণ যুব অংশগ্রহণ নিশ্চিত করতে গর্ভনিং বডিতে যুবদের সংযুক্ত করা, জাতীয় যুব প্লাটফরম গঠন এবং এশিয়া রিজিওনে ও পিএসটিসির কর্মসূচীতে যুবদের অংশগ্রহণ।
এছাড়াও পিএসটিসি ৬ লাখেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। ৬৫ হাজারের অধিক পরিবার-পরিকল্পনা সামগ্রি বিতরণ ও ৪৪৫ জন কিশোর-কিশোরীকে এসআরএইচআর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।”সভার শুরুতে পেশাদার কর্মীসভার উদ্দেশ্য ও আলোচ্যসূচী তুলে ধরেন পিএসটিসির হেড অব প্রোগ্রামস ডা. মাহবুবুল আলম। এছাডাও সভায় অফিসিয়াল শিষ্টচার, সুরক্ষা নীতিমালা ও কর্মপরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
প্রতি বছরের ন্যায় এবছরও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিজ নাহিদ জাহানকে শ্রেষ্ঠ কর্মী ঘোষণা করা হয়, পিএসটিসিতে তার ২৫ বছরের দীর্ঘ কর্মজীবন ও অবদানের জন্য। সেই সাথে এবছর প্রথমবারের মত শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে ”গোল’ প্রকল্পকে নির্বাচিত করা হয়, সফলভাবে সমাপ্তি, সংস্থায় অবদান ও নতুন কার্যক্রম শুরু করার জন্য।
সভার সমাপ্তি ভাষণে মিজ সানজিদা ইসলাম বলেন, কর্মীরাই পিএসটিসির প্রাণ, তাদের অক্লান্ত পরিশ্রম পিএসটিসিকে ৪৭ বছর পথ চলতে সাহায্য করেছে। পিএসটিসি সব সময় কর্মীবান্ধব পরিবেশ তৈরীর বিষয়টি অগ্রাধিকার দেয়। তিনি যুগের সাথে তাল মিলিয়ে কর্মীদের নিজেদের আরো দক্ষ আরো আধুনিক হয়ে উঠার আহবান জানান।