নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় লক্ষ্মীপুরের ৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশসহ মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে আট শ’ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি নৌকা। আজ রোববার (২৭ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
তিনি জানান, মেঘনায় অভিযান অভিযান পরিচালনা করা হয়। ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ১০০ কিলোমিটার এলাকা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান আছে।
আজ সকালে মেঘনা ইলিশ ধরার অভিযোগে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. হাবিব মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩০), মাসুদ ব্যাপারী (৪০), মিন্টু মিয়া (৩৫), জাফর মাঝি (৩০), ফিরোজ আলম (৩০), ও সোহেল মিয়া (২৫)। আটক সবাই বরিশালের কালীগঞ্জ এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞার ১৫ দিনে মেঘনা নদী থেকে এ পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে অর্থদণ্ড ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দশ লাখ মিটার কারেন্ট জাল ও ১৮টি নৌকা জব্দ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আ. দৈ. /কাশেম/ জিহাদ