শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
মাদারীপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার অবরুদ্ধ, বাড়ি থেকে বের হতে পারছে না, থানায় অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি
Publish: Saturday, 26 October, 2024, 5:31 PM  (ভিজিট : 61)

মাদারীপুরে একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার গত দেড় যুগ ধরে বাড়ি থেকে বের হওয়ার কোন পথ না থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। একটি পথের জন্য প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও পায়নি কোন প্রতিকার। সম্প্রতি ভুক্তভোগী পরিবারটির বাড়ির চারপাশের অবরুদ্ধকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরেও পুলিশ ও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। অন্তবর্তীকালীন সরকারের কাছে বাড়ি থেকে বের হওয়ার একটি পথ তৈরীর দাবী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগপত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ৫নং ওয়ার্ডের টিবি হাসপাতাল রোডের কালীবাড়ি সংলগ্ন বাসিন্দা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর ভাই মো. শরীফ দেলোয়ার হোসেন (খোকন) তার বসতবাড়ির সামনে থাকা ২২ শতাংশ সরকারি খাস জমির উপর দিয়ে চলাচল করে বসবাস করছিল। 

কিন্তু প্রতিবেশী মোবারকদী এলাকার বাসিন্দা মনসুর শরীফ, মনির শরীফ ও বজলু খন্দকারসহ বেশ কয়েকজন ব্যক্তি স্থানীয় প্রভাব বিস্তার করে মো. শরীফ দেলোয়ার হোসেনের কাছ থেকে অর্থ আদায়ের অপকৌশল হিসেবে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচল করার পথটি বন্ধ করে দেয়। এতে গত ১৫ বছর ধরে পরিবারটি বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করে প্রতিকার চাইলেও গত ১৫ বছরে এই পরিবারটি কোন প্রতিকার পায়নি। তাই নিজেদের বাড়ি থেকে নির্বিঘেœ চলাচল করার জন্য সরকারের কাছে খাস জমির মধ্যে থেকে পরিবারটি একটি পথ তৈরী করে দেওয়ার দাবী করছে।

এই বিষয়ে ভুক্তভোগী মো. শরীফ দেলোয়ার হোসেন বলেন, ‘আমি যখন এখানে বাড়ি করি তখন আমার বাড়ির সামনের সরকারি খাস জমি ব্যবহার করে যাতায়াত করতাম। কিন্তু এলাকার বেশ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে আমার বাড়ির চলাচলের পথটি বন্ধ করে দেয়। এতে গত ১৫ বছর ধরেই আমার বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। আমার কাছ থেকে অর্থ আদায়ের অপকৌশল হিসেবে এসব কাজ তারা করে আসছে বলে আমি ধারনা করি। পুলিশ ও প্রশাসনের কাছে আমি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিলেও আমার সমস্যার কোন সমাধান এখনো পাইনি।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ধরণের একটি অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এখানে রাস্তা নিয়ে দ্ব›দ্ব। তাই এখানে আমাদের কোন কাজ নেই। এটা জেলা প্রশাসনের কাজ। তবে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।

আ. দৈ. /কাশেম/ইমদাদুল 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাগরিকদের মাঝে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ১
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝