জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পরে একপ্রকার আড়ালে চলে গিয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
সচারচর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব থাকলেও সরকার পতনের পর নানা ইস্যুকে কেন্দ্র করে নীবর ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি ভাবনার উপস্থিতি।
তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।
সবশেষ সোমবার রাতেও কালো পোশাকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। কোনো একটি রেস্টুরেন্টে বসেই ছবিগুলো তুলেছেন তিনি। সেই ছবিগুলো দেখে ভক্তরাও প্রশংসা করেছেন।
এছাড়া নিজের বিভিন্ন চিত্রকর্মের ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, আঁকাআকিতে সময় দিচ্ছেন তিনি।
এদিকে ‘আলতাবানু জোছনা দেখেনি’ শিরোনামের সিনেমায় শরিফুল রাজ-স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মাসখানেক আগেই এসেছে সেই ঘোষণা।
এই সিনেমায় ভাবনা অভিনয় করছেন জুলেখা চরিত্রে। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনও ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান, সেটা শিল্পী হিসেবে সম্মানের। এছাড়া স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ আমার পছন্দের অভিনেতা। শুটিং সেটে তাদের সঙ্গী হওয়ার জন্যে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন তিনি। গেল বইমেলায় মুক্তি পেয়েছে অভিনেত্রীর প্রথম বই।
আ.দৈ/এআর