আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাজনূভা জাবীন নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দিচ্ছেন। ইতোমধ্যে ৮ লাখ ৭৭ হাজার ১১২ অর্থাৎ প্রায় ৫৭ শতাংশ টাকা ফেরত দিয়ে দিয়েছেন তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।পোস্টে তাজনূভা জাবীন লিখেন, নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন।
তিনি লিখেন, যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা এক হাজার থেকে ১০ হাজার (১০০০-১০০০০) পর্যন্ত টাকা পাঠিয়েছেন মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে। বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা র্যামিটেন্স পাঠিয়েছেন, তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।
তাজনূভা জাবীন লিখেন, সব মিলিয়ে যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি, আমি তাদের অনুরোধ করছি, নিচের ফর্মটা পূরণ করার জন্য এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে।
তিনি লিখেন, আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।তাজনূভা জাবীন লিখেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দিবে আমি কতটুকু কি করতে পারি। ইনশাআল্লাহ।