দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ জানান, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রাথমিক হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ এবং বিভিন্ন হল সংসদ নির্বাচনে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে সরগরম ছিল গোটা ক্যাম্পাস। বিশেষ করে নারী শিক্ষার্থীদের দীর্ঘ সারি এবং প্রাণবন্ত অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন করাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য।
শিক্ষার্থীরা জানান, জীবনের প্রথম জকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত। যদিও প্রথমবারের নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে শুরুতে কিছুটা সংশয় ছিল, তবে সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, “ভোট দিতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে। এত মানুষের ভিড়, প্রাণবন্ত পরিবেশ—সব মিলিয়ে পুরো ক্যাম্পাসে একটা উৎসবের আবহ তৈরি হয়েছিল।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, “আলহামদুলিল্লাহ, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। জীবনের প্রথম ভোটের অনুভূতি সত্যিই আলাদা। আশা করি, যিনি নির্বাচিত হবেন, তিনি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন।”
সামগ্রিকভাবে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে জকসু নির্বাচন শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টরা।