নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের অব. এম সাখাওয়াত হোসেন বলেন, আরাকান অঞ্চলে এখনো বিভিন্ন যুদ্ধ চলমান, একারণে সম্ভব হচ্ছেনা, সেন্টমার্টিন পর্যটন বাহী জাহাজ চলাচল। আগামী এক বছরের মধ্য এর একটা সমাধান হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তথদিন পর্যন্ত বিকল্প পথে সেন্টমার্টিনে জাহাজ ও সকল প্রকার নৌ চলাচল করতে হবে বলেও জানান তিনি।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'প্রস্তাবিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবতে হবে। বন্দরের অভ্যান্তরীন নিরাপত্তা যেমন দরকার তেমনি বাহিরেও নিরাপত্তা দরকার বলে প্রীয়মান হচ্ছে। কারণ বিশাল সাগরে এই বন্দরের সক্ষমতা অনেক বেশী। সাগরে অনেকের যাতায়াত তাই বন্দরের গেহ্বরে বাইরে নিরাপত্তার কথা ভাবা হচ্ছে।
আ. দৈ. /কাশেম / প্রদীপ দাশ